দুই বোন নিদা ও মাহরুখ নাসিম, পাকিস্তানে ২৪ বছর পার করে অবশেষে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। এনিয়ে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসংশা করেছেন। পাকিস্তানি এ দুই বোনের জন্ম করাচিতে হলেও ১৯৯৫ থেকে তারা ভারতেই রয়েছেন। তবে ভারতের নাগরিকত্ব পেতে লড়াই করতে হলো টানা ২৪ বছর। জানা গিয়েছে, গত ২৩ মার্চ ভারতের নাগরিকত্ব পেয়েছেন নিদা ও মাহরুখ নাসিম। জানা গিয়েছে, নিদা ও মাহরুখ নাসিমের বাবা-মায়ের বিয়ে হয় ১৯৮৯ সালে। মাহরুখের জন্ম ১৯৯১ সালে, আর নিদা জন্ম ১৯৯৫। তাদের বাবা ভারতীয় হলেও মা ছিলেন পাকিস্তানি। ২০০৭ সালে তাদের মা ভারতের নাগরিকত্ব পেলেও দুই মেয়ে পাননি। ফলে নিদা ও মাহরুখের বাবা নসিম আখতার ২৪ বছর ধরে অনেক আবেদপত্র পাঠিয়েছেন, কিন্তু লাভ হয়নি। ২০১৪ সালের নির্বাচনে মোদি বারাণসীতে জয় লাভের পর ‘মিনি পিএমও’ শুরু করেন। সেখানেই দুই মেয়ের নাগরিকত্বের আবেদন নিয়ে হাজির হন নসিম। সেই প্রচেষ্টার ভাগ্য খুললো ২০১৯-এ এসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct