সোশ্যাল মিডিয়া এখন তরুণ সমাজের কাছে যোগাযোগ মাধ্যমের এক বড় হাতিয়ার৷ নিজেদোর মত অাদানপ্রদানের জন্যও তরুণদোর প্রথম পছন্দ সোশ্যাল মিডিয়া৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াও তরুণ তরুণীদেরকে সারাক্ষণ নিমগ্ন রেখেছে৷ অানন্দের সঙ্গে উদ্বেগ সাঙ্গ করছে৷ সম্প্রতি ফেসবুক-টুইটারের মতো সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যম তরুণ-তরুণীদেরকে আরো উদ্বিগ্ন করে তুলছে বলে এক গবেষণা সমীক্ষায় উঠে এসেছে৷ ডিচ দ্য লেবেল নামের একটি অ্যান্টি-বুলিয়িং বা পীড়ন-বিরোধী চ্যারিটেবল সংস্থা এই গবেষণা সমীক্ষাটি চালায়৷
এ ব্যাপারে বিবিসির এক বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে এই গবেষণা সমীক্ষায় অংশ নেয়াদের মধ্যে ৪০%-ই বলছে, কেউ যদি তাদের সেলফিতে লাইক না দেয়, তাহলে তারা খারাপ বোধ করে।
আর ৩৫% বলছে তাদের কি পরিমাণ ফলোয়ার বা অনুসারী তার উপর সরাসরি নির্ভর করে তাদের আত্মপ্রত্যয়ের ব্যাপারটি। প্রতি তিন জনে একজন বলছে তারা সারাক্ষণই সাইবার-বুলিয়িংয়ের বা পীড়নের আতঙ্কে থাকে।
একজন বিশেষজ্ঞ বলছেন, সোশ্যাল মিডিয়ার কারণে শিশুরা ‘বৈরিতার সংস্কৃতির’ মধ্যে বেড়ে উঠছে। দশ হাজার তরুণ তরুণীর উপর এই জরিপটি চালানো হয়। এদের বয়েস ছিল ১২ থেকে ২০ এর মধ্যে। এই জরিপে বেরিয়ে এসেছে সাইবার-বুলিয়িং ব্যাপক বিস্তৃতি লাভ করেছে।
৭০% অংশগ্রহণকারী স্বীকার করেছে যে তারা অনলাইনে অন্যের উপর পীড়নমূলক আচরণ করে।
১৭% দাবি করেছে তারা অনলাইনে পীড়নের স্বীকার হয়েছে। অর্ধেকই বলেছে যে তারা অনলাইনে তাদের সাথে ঘটে যাওয়া খারাপ আচরণগুলো নিয়ে আলোচনা করতে চায় না। তবে ঘৃণা ছড়ানোর জন্য সবচাইতে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া হচ্ছে ইনস্টাগ্রাম এই তথ্য সামনে এসেছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct