মাত্র ৩৭০ টাকা চুরির অপরাধে ২৯ বছর পর দুই ব্যক্তিকে ৫ বছরের জেলের সাজা দিল বরেলি আদালত। জানা গেছে ১৯৮৮ সালের ২১ অক্টোবর ট্রেনে করে উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে পাঞ্জাব যাচ্ছিলেন ওয়াজিদ হুসেন। ট্রেনেই তার সঙ্গে আলাপ হয় চন্দ্র পাল, কানাহাইয়া লাল ও সর্বেশের।
অভিযোগ, চন্দ্র পাল, কানহাইয়া লাল ও সর্বেশ ওয়াজিদকে মাদকমিশ্রিত চা খেতে দেন। সেই চা খেয়ে অজ্ঞান হয়ে যান ওয়াজিদ। সেই সুযোগে ওয়াজিদের পকেটে থাকা ৩৭০ টাকা নিয়ে চম্পট দেন অভিযুক্তরা। এই ঘটনায় এফআইআর দায়ের করেন ওয়াজিদ।
ঘটনার পর থেকে দীর্ঘ ১৬ বছর ধরে ফেরার ছিল চন্দ্র পাল। পলাতক অবস্থাতেই ২০০৪-এ মৃত্যু হয় তার। বিচার চলে অপর দুই অভিযুক্ত কানহাইয়া ও সর্বেশের। অবশেষে ২৯ বছরের শুনানির পর সাজা শোনাল আদালত। ৫ বছর কারাবাসের সঙ্গে দোষীদের প্রত্যেককে ১০,০০০ রুপি করে জরিমানাও ধার্য করেছে আদালত।
দোষীদের প্রত্যেকেরই বয়স এখন ৬০-এর বেশি। ২৯ বছর আগে তারা যে 'মারাত্মক অপরাধ' করেছিল, সেটা 'অল্প বয়সের ভুল' বলে মনে করে দুজনেই। তবে, ২৯ বছর পর শেষপর্যন্ত শুনানি শেষ হওয়ায় 'খুশি' অভিযুক্তরা। তাদের বক্তব্য, 'এখন ৫ বছরের জেলের সাজার চেয়ে, বেশি শাস্তি ছিল ২৯ বছর ধরে চলা এই শুনানি'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct