রমজান উপলক্ষে নরওয়েতে কোমলপানীয় কোকা-কোলা কম্পানি একটি প্রচার শুরু করে। যদিও কিছু নরওয়েজিয়ান ওই বিজ্ঞাপনটিকে সহজভাবে মেনে নিতে পারেননি। এর বিরুদ্ধে দূরভিসন্ধির অভিযোগ তুলেছেন তারা। কোমলপানীয় পেপসি পানের মাধ্যমে অনেকেই ওই প্রচারাভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, নরওয়েতে ইসলাম স্বাগত নয়। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে রমজানের সময় সাধারণত প্রচার চালায় কোকা-কোলা। তবে কম্পানিটি এই প্রথম নরওয়েতে রমজানের রোজাকে গুরুত্ব দিয়ে প্রচারাভিযান চালাচ্ছে। দেশটির ৫ দশমিক ২ মিলিয়ন অধিবাসীর মধ্যে ৫ দশমিক ৭ শতাংশ মানুষ মুসলিম। ওই প্রচারাভিযানে ইসলামের একটি গুরুত্বপূর্ণ প্রতীক অর্ধেক চাঁদ বা অর্ধচন্দ্রকে কোকা-কোলার লোগোতে রাখা হয়। এদিকে কোকা-কোলা নরওয়ের বিপণন ব্যবস্থাপক জোহানা কোসানোভিচ এক প্রতিক্রিয়ায় বলেছেন, \'আমাদের কম্পানি বৈচিত্র্যকে (ধর্মীয়) উদযাপন করতে গুরুত্ব সহকারে এর পক্ষে দৃঢ় অবস্থান নিতে চায়।\'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct