ডাক্তার বসে রোগী দেখছেন।পাশে ঝুলছে স্যালাইন। ইনফিউশন সেটটি রোগীর হাতে নয় শেষ হয়েছে ডাক্তারের হাতে। হোটেলের খাবার খেয়ে বিষক্রিয়ায় শিকার হয়েছেন খোদ ডাক্তার। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে। সেখানে ৩৬তম বিসিএসের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী আব্দুল্লাহ মারুফ বৈকালিক দায়িত্ব পালন করছেন। এমন অসুস্থ অবস্থায় তাকে রিপ্লেস করার মতো অন্য কেউ চিকিৎসক হাসপাতালে উপস্থিত নেই। অগত্যা এক হাতে স্যালাইন আর অন্য হাতে কলম নিয়ে রোগী দেখছেন ডাক্তার। যদিও হাসপাতালে ইউএইচএফপিও ছাড়া ১১ জন মেডিকেল অফিসার থাকার কথা। আছেন ৩ জন। একজন ফ্রাকচার হয়ে ছুটিতে, একজন আর এম ও এর দায়িত্বপালন করছেন।আর আছেন হাতে স্যালাইন নিয়ে ডাঃ কাজী আব্দুল্লাহ মারুফ।