আইফোন ১১ আনার জন্য কাজ শুরু করছে অ্যাপল। এর মধ্যে আইফোন ১১ নিয়ে বিভিন্ন ধরনের খবর ফাঁস হয়েছে। নানা ধরনের পরিবর্তনের মধ্যে নতুন ওই আইফোনে ক্যামেরায় ও বিশেষ পরিবর্তন আসছে বলে জানা গিয়েছে।আইফোন ১১-র জন্য এর মধ্যে মূল যন্ত্রাংশ তৈরির কাজ শুরু হয়েছে। শুরু হয়েছে উৎপাদন। তাইওয়ানের সেমিকন্ডাক্টার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিভাইসটির জন্য এ১৩ প্রসেসর পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। চলতি মাসেই আইফোন ১১ উৎপাদনের কাজ শুরু হচ্ছে। নতুন ফোনটির পেছনে থাকবে তিনটি ক্যামেরা। যার ছবি কিছুদিন আগেই ফাঁস হয়েছে। ডিভাইসটিতে থাকবে রিভার্স চার্জিং সুবিধা। তবে আইফোন ১১তে ফাইভজি থাকবে কি থাকবে না সে সম্পর্কে কিছু বলেনি অ্যাপল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct