ভারতের সবকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ম্যাচের প্রথম বল থেকে যেভাবে খেলার গতি-প্রকৃতি বুঝতে পারেন সে ক্ষমতা পূথিবীর খুব কম ক্রিকেটারের মধ্যে আছে। এর ফলে মাঠে ধোনি থাকলে বিরাট কোহলির নেতৃত্ব দেওয়া অনেক সহজ হয়ে যায়। উইকেটের পেছনে দাঁড়িয়ে কোহলির গেম রিডিংয়ের চাপ অনেকটাই কমিয়ে দেন ধোনি। নিজ থেকে ফিল্ডিং সাজান, অনেক সময় বোলার পরিবর্তনে পরামর্শ দেন। কিন্তু ধোনির পরামর্শ কি সব সময়ই কাজে লাগে? সব সময় কি তিনি সঠিক পরামর্শ দেন? কুলদীপ যাদবের মতে, ধোনির পরামর্শ অনেক সময়ই ভুল হয়। সিয়াট ক্রিকেট রেটিং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে কুলদীপ বলেন, ‘অনেক সময়ই ধোনির পরামর্শ ভুল হয়। কিন্তু এরপর আপনি তাঁকে এ নিয়ে কিছু বলতে পারবেন না। সে খুব বেশি কথা বলে না। যদি মনে করে কিছু বলা দরকার তাহলে ওভারের মাঝে কথা বলে।’