আমেরিকার কানেন্টিকাট অঙ্গরাষ্ট্রের একটি মসজিদে আগুন লাগাল দুর্বৃত্তরা। এতে মসজিদটির অনেকাংশে ক্ষতিগ্রস্থ হয়েছে। তুর্কি নাগরিকদের একটি প্রতিষ্ঠান মসজিদটি পরিচালনা করছে। নিউ ইয়র্কের তুর্কি কনস্যুলেট জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, কানেন্টিকাটের নিউ হ্যাভেন শহরের দিয়ানেত মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। শহরের ফায়ার সার্ভিসের প্রধান জন অ্যালস্টন জানিয়েছেন, কেন্দ্রিয় সরকারের আইন শৃঙ্খলা বিভাগ ঘটনা তদন্তে সহায়তা করছে। স্থানীয় সময় বিকাল চারটার দিকে যখন ইফতারের প্রস্তুতি চলছিল তখনই মসজিদটিতে আগুন দেওয়া হয়। দোষীদের ধরিয়ে দেওয়া বা তথ্য দেয়ার জন্য ইতোমধ্যেই আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তুর্কি কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের প্রবেশ মুখে আগুন লাগানো হয় এবং ভবনের বাইরে দিয়ে তা তৃতীয় তলা পর্যন্ত পৌছে যায়। তবে এ ঘটনায় কোন মুসুল্লি হতাহত হয়নি। তবে মসজিদটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct