পবিত্র রমজানে মাসে আবেদনময়ী পোশাক পরে প্রকাশ্যে বেরোনোর দায়ে ৩৯ জন মহিলাকে বেদম প্রহার করা হয়েছে মালয়েশিয়ায়। ইসলামবিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এই শাস্তি প্রদান করেছে। মালয়েশিয়ার উত্তর-পূর্বের কেলানতান রাজ্যে এ শাস্তি কার্যকর হয়। জাহেকের সহকারী প্রধান পরিচালক মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন, ‘নোটিস করার পর ৯ ঘণ্টার অভিযান চালানো হয়। ওই সময় আবেদনময়ী পোশাক পরার জন্য বেশ কিছু মহিলাদের চপেটাঘাত করা হয়।সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানটি রাত ৭ টা পর্যন্ত চলে। বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় । ' ফাদজুলি আরো বলেন, ‘অভিযানকালে চপেটাঘাতের পর ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরও ৮ মহিলাকে জনসম্মুখে আবেদনময়ী পোশাক না পরার আইন বিষয়ে সতর্ক করা হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct