স্বাধীন ভারতে প্রথম জঙ্গি কে তা নিয়ে মুখ খুলে বিতর্ক সৃষ্টি করলেন অভিনেতা রাজনীতিবিদ কমল হাসান। মক্কাল নিধি মাইয়্যাম দলের প্রতিষ্ঠাতা কমল হাসান তামিলনাডুর চারটি উপনির্বাচনের মধ্যে অরবাকুরিচি বিধানসভা কেন্দ্রে প্রচারে গেছিলেন। সেখানে গিয়ে তিনি বলেন, স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু, আর তিনি হলেন নাথুরাম গডসে।
কমল হাসান তার নির্বাচন প্রচারে গিয়ে বলেন, মুসলিম অধ্যুষিত এলকায় প্রচার চলছে বলে নয়, এটা বাস্তব ব্যাপার যে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালে জাতর জনক মহাত্মা গান্ধিকে হত্যা করেছিলেন কোনও মুসলিম নয়, একজন হিন্দু। স্বাধীন ভারতে সেটাই প্রথম জঙ্গি হামলার ঘটনা বলে মন্তব্য করেন কমল হাসান এর আগে ২০১৭ সালে বিজেপি ও হিন্দু সংগঠন থেকে হিন্দু জঙ্গি তৈরি হচ্ছে বলে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন কমল হাসান্ এবার অরবাকুরিচি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তার দলের প্রার্থী মোহনরাজের হয়ে প্রচারে এস দেশের প্রথম জঙ্গি হিসেবে নাথুরাম গডসেকে চিহ্নিত করণে হমল হাসান।উল্লেখ্য, এই কেন্দ্র নির্বাচন আগামী ১৯ মে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct