শ্রীলঙ্কায় গির্জায় হামলার পর থেকে হামলাকারী হিসেবে মুসলিমের নাম উঠে আসে সেখানে আক্রোশের শিকার হয়ে উঠছেন সব মুসলিমই। আক্রমণের হাত থেকে বাদ যাচ্ছে না মসজিদ কিংবা মুসলিমদের দোকানপাট। সেখানকার মুসলিম সংগঠন গির্জায় হামলায় চরম নিন্দা জানিয়ে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছিল। বলেছিল, যে বা যারা গির্জায় হামলা চালিয়েছে তারা প্রকৃত মুসলিম নয়, বরং ইসলামের বিরুদ্ধে গিয়ে এ কাজ করেছে। তা সত্ত্বেও
শ্রীলঙ্কায় মুসলিমদের দোকানপাট ও মসজিদে হামলা অব্যাহত রয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শ্রীলঙ্কা সরকার। তাই তারা সতর্কতা ব্যবস্থা হিসেবে সাময়িক সময়ের জন্য ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ধারণা সোশ্যাল মিডিয়ায় হিংসায় উস্কানি দিয়ে সেখানে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে বাড়ানো হচ্ছে। সেইহিংসা থামিয়ে সম্প্রীতি ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর শ্রীলঙ্কা সরকার। তাই দেশটি পক্ষ থেকে সোমবার ফেসবুক, ম্যাসেঞ্জার ও হোয়াটস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
জানা গেছে চিলাউ এলাকায় ফেসবুকে শুরু হওয়া বিতর্কের জেরে রবিবার মসজিদ ও মুসলিমদের দোকানপাটে এলোপাতাড়ি পাথর ছড়ার ঘটনা ঘটেছে। এছাড়া একজনকে মারধর করা হয়েছে। এরপর শ্রীলঙ্কা সরকার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct