যোগী রাজ্যে যতোই সাম্প্রদায়িক মেরুকরণ হোক না কেন তার মধ্যেও সংখ্যাগুরু সম্প্রদায়ের বহু মানুষ আছেন যারা সম্প্রীতি রক্ষায় নিবেদিত প্রাণ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ বাড়ে বাড়ে মুসলিম বিদ্বেষী কথা বললেও আগ্রার হিন্দুরা সে পথে এগোতে চান না। তাজমহলের সার আগ্রায় তাইসম্প্রীতি রক্ষায় অন্যান্য নজির সৃষ্টি করে চলেছেন সেখানকার হিন্দুরা। এখন মুসলিমদের পবিত্র রমজান মাস। মুসলিমরা সারাদিন রোজা বা উপবাসের শেষে ইফতার করেন। সেই ইফতার মজলিশে হিন্দুরা সমান তালে মুসলিমদের সঙ্গে শুধু অংশ নিচ্ছেন না, রাখছেন রোজাও। এমনি একজন জয় সিং। স্থানীয় বাসিন্দা জয় সিং জানান, হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষায় তিনি গত ২০ বছর ধরে রোজা রেখে আসছেন। আর এভাবেই তিনি ইফতার মজলিশে হাজির থাকছেন, যাতে মানুষ বোঝেন দুই সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এভাবেই জয় সিংরা রমজান মাসে দেশজুড়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতির বার্তা দিয়ে চলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct