দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মুহাম্মদ আলি জিন্নাহকে প্রধানমন্ত্রী হতে দেন নি। শুধু তাই নয় জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ হতো না। লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এ কথা কোনো কংগ্রেস বা অন্য দলের কেউ বলেননি, বলেছেন মধ্যপ্রদেশের বিজেপির টিকিট দাঁড়ানো এক নেতা। মধ্যপ্রদেশের রাতলাম কেন্দ্র থেকে এবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গুমান সিং দামর। শনিবার নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার সময় জওহরলাল নেহরু খুব ভালো অবস্থায় ছিলেন না। বিশেষ করে প্রধানমন্ত্রী হওয়ার মতো জায়গায় ছিলেন না। অথচ মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন আইনজীবী ও উচ্চশিক্ষিত। তাই জিন্নাহ ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত। তাই তিনি প্রধানমন্ত্রী হলে কোনো ভাবেই দেশ ভাগ হতো না। এর জন্য কংগ্রেসকে দায়ী করেন বিজেপির লোকসভা প্রার্থী গুমান সিং দামর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct