ক'দিন আগে শ্রীলঙ্কায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অজস্র মানুষ। ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। মূলত তার পর থেকে সতর্ক কেরালা ও তামিলনাড়ুর গোয়েন্দারা৷ জানা গিয়েছে ওই হামলার পর থেকে কেরালা ও তামিলনাড়ুর প্রায় ২৬ মুসলিম ধর্মীয় নেতার ওপর বিশেষ নজরদারি শুরু করেছে প্রশাসন৷ তাদের সমস্ত গতিবিধির ওপর নজর রাখছেন গোয়েন্দারা৷ এরা কখন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন ইত্যাদি সমস্ত বিষয়ে প্রতি মুহূর্তে খবরা-খবর রাখছেন তারা৷এই দু’রাজ্যের গোয়েন্দাদের বেশ কয়েকজন কর্মকর্তা জানান, নজরদারির আওতায় থাকা এই ২৬ জন আলেমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উত্তেজক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছে৷ রয়েছে, উসকানিমূলক বার্তার মাধ্যমে সমাজে বিষবাক্য ছড়ানোর অভিযোগও৷ গোয়েন্দা সূত্রে খবর, এরা যুব সমাজকে টার্গেট করছে৷ এবং তাদের মগজ ধোলাই করছে৷ জেহাদকে ধর্মযুদ্ধের আখ্যা দিয়ে, এই ধর্মগুরুরা যুব সমাজকে এতে যুক্ত হতে বলছে৷ ইতিমধ্যে কেরালা ও তামিলনাড়ুতে একাধিক মাদ্রাসা ও ইসলামিক শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন এই আলেমরা৷ সেখানেই মগজ ধোলাইয়ের কাজ চালাচ্ছে এরা৷ এবং সেখান থেকেই যুবকদের আল-কায়দা ও আইএসে যোগ দেওয়ার জন্য আফগানিস্তান, ইরাক ও ইরানে পাঠানো হচ্ছে৷ শ্রীলঙ্কায় বিস্ফোরণের আগে থেকেই দক্ষিণ ভারতের তাদের জাল বিস্তারের খবর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct