নিজের বিরুদ্ধে ওঠা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট'র এই অভিযোগকে নস্যাৎ করে পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েক জানিয়ে দিলেন, তাঁকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে। ইডি জানিয়েছে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক কোনও আয় না করেই ৪৬ কোটি টাকা ব্যাঙ্কে স্থানান্তরিত করেছেন ছয় বছরের মধ্যে। ইডি তাদের অভিযোগে আরও লিখেছে, জাকির নায়েক সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন অথচ তার আয়ের উৎস কেউ জানে না। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৯ কোটি ২০ লক্ষ টাকা ঢুকেছে। জাকির নায়েকের বিরুদ্ধে অর্থের অপব্যবহার অভিযোগে মোট ১৯৩ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। ইডির এই অভিযোগের পর জাকির নায়েক জবাব দিয়ে জানালেন, 'ইডি মিথ্যা বলছে। কেন মিথ্যা বলছে জানি না। সরকারের অন্যান্য বিভাগ জানে আমার বিভিন্ন ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি সেখান থেকে আয় করি এবং নির্দিষ্ট পরিমাণ কর আদায় করে এসেছি। আমার কর প্রদানের রিটার্নে সব উল্লেখ রয়েছে, তবু ইডি মিথ্যা বলছে। সম্ভবত ইডির উপর প্রচন্ড চাপ রয়েছে তাদের রাজনৈতিক প্রভুদের। সে কারণেই মিথ্যা বলতে হচ্ছে ইডিকে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct