জাতীয় নির্বাচন কমিশন দেশের সমস্ত নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পূরণ হয়নি। এদিন এক নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, তালিকায় নাম না ওঠায় দেশের কোটি কোটি মানুষ ভোটাধিকার-বঞ্চিত হচ্ছে, যার একটা বড় অংশ মুসলিম ও দলিত শ্রেনির সংখ্যালঘু মানুষ রয়েছে। যদিও কমিশন দাবি করেছে, তারা নাগরিকদের তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে।এ বছরের লোকসভা নির্বাচন সামনে রেখে নেওয়া উদ্যোগের ফলে কোনও ভোটারই বাদ পড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন। ওই প্রক্রিয়ায় নির্বাচনি কর্মকর্তারা গ্রামের বাড়ি বাড়ি গিয়েছেন আর বাসিন্দাদের ভোটের প্রক্রিয়া বুঝিয়ে দিয়েছেন। এসব বাসিন্দাদের অনেকেই নিরক্ষর। যদিও অনেকের অভিযোগ তাদের বাড়িতে কেউ আসেনি। পর্যবেক্ষক সংস্থা মিসিং ভোটারস-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ১২ কোটি মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এদের অনেকেই সংখ্যালঘু মুসলমান বা নিম্নবর্গের দলিত সম্প্রদায়ের। ওই রিপোর্টের লেখকেরা বলেন ‘ধীর কিন্তু স্থির প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যালঘুদের বঞ্চিত করা হয়েছে আর রাজনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে’। নির্বাচন কমিশনের এক এক মুখপাত্র বলেন, তারা সচেতনতা প্রচারাভিযানের মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ায় নিজেদের তালিকাভুক্ত করতে যথেষ্ট সময় দিয়ে নাগরিকদের প্রয়োজনীয় নোটিশ দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct