ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে যখন বিক্ষোভে ফেটে পড়েছে ইরানির তখন যুদ্ধের আবহ তৈরি হল মধ্যপ্রাচ্যে। আমেরিকা ও ইরানের মধ্যে পরমাণু পরীক্ষা নিয়ে চরম টানাপোড়েন, তখন মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। এভাবে যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হলে আরো একটা যুদ্ধের আশঙ্কা স্পষ্ট হয়ে উঠবে। সেক্ষেত্রে ইরাক যুদ্ধের পর এবার আমেরিকার নিশানা হবে ইরান। ইরানের ওপর নিষেধাজ্ঞা জারির পর ট্রাম্প প্রশাসন বলেছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে আমেরিকা। তার পালটা ইরান বলেছিল, আমেরিকা যুদ্ধ বাধলে তারা প্রথমে ধ্বংস করবে ইসরাইল। এ নিয়ে বিতর্ক আরো উস্কে দেয় আমেরিকা উপসাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করতে চালায়।
এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানান, উভগামী যুদ্ধজাহাজ ইউএসএস আরলিংটন উপসাগরীয় এলাকায় ইউএসএস আব্রাহাম লিংকন নামে আরেকটি যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে।
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে কাতারের ঘাঁটিতে ইউএস বি-৫২ বোমারু বিমান পৌঁছে গেছে।
এছাড়া মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে আরো বলা হয়েছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে এসব যুদ্ধযান মোতায়েনের সিদ্ধান্ত। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত চায় না আমেরিকা। তবে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর স্বার্থ রক্ষায় প্রস্তুত’ ওয়াশিংটন। যদিও আন্তর্জাতিক মহল আমেরিকার এই কথায় বিশ্বাস রাখছে না। তাদের আশঙ্কা আরো একটা যুদ্ধ বাধাতে পারে আমেরিকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct