গেরুয়া বলয়ে এখন ভোটের উত্তাপ। সেই সঙ্গে বেড়ে চলেছে তাপমাত্রা। তীব্র দহনে পুড়ে চলেছে উত্তরপ্রদেশ। মানুষজন ৪০ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস করছে।
তখন গরম থেকে সেখানকার তাপমাত্রা প্রায় চল্লিশের কাছাকাছি। তার ওপর রয়েছে দেশটিতে নির্বাচনের রাজনৈতিক উত্তাপ। সবমিলিয়ে হাঁসফাঁস অবস্থা। এরমধ্যে বিভিন্ন মন্দিরের পুরোহিতরা বলছেন, প্রচণ্ড গরমে তাদের মতো দেবতাদেরও ভীষণ কষ্ট হচ্ছে। তাদের জন্য এয়ারকন্ডিশনের ব্যবস্থা করা দরকার। কারণ, মানুষ আরামে থাকবে আর দেবতারা কষ্টে থাকবেন তা হতে পারে না। এ বিষয়ে কানপুরের মন্দিরগুলির পুরোহিতদের বক্তব্য, মন্দিরে দেবতাদের এতটাই গরম লাগছে যে মন্দিরে থাকতে পারছেন না। তাই মন্দিরে বসানো হয়েছে এসি, কুলার ও ফ্যান যাতে দেবতারা গরমের কাস্টথেকে রেহাই পান।
এ ব্যাপারে কানপুরের সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরের প্রধান পুরোহিত সুরজিত কুমার দুবে বলেন, ভগবানেরও গরম লাগে। তাঁরাও আর পাঁচটা সাধারণ মানুষের মতই কষ্ট পান।
এজন্য মন্দিরের গর্ভগৃহ ঠাণ্ডা করার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে (দেবতা) হালকা জামাকাপড় পরানো হয়েছে।
তবে সাধারণ ভক্তদের অভিযোগ, পুরোহিতেরা মন্দিরের মধ্যে যাতে আরামে থাকেন, তাই জনগণের দানের টাকায় এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি।
এই ব্যবস্থা সত্যি ভগবানের জন্য না পুরোহিতদের স্বার্থে তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct