হাওড়া পুরনিগমের ৩২ নং ওয়ার্ডে শরৎ শিশু উদ্যানের শুভ উদ্বোধন করলেন মেয়র ডা: রথীন চক্রবর্ত্তী। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ বিভাস হাজরা, অরুণ রায়চৌধুরী, বরো চেয়ারম্যান গৌতম দত্ত, বিশ্বনাথ দাস, পার্থজিৎ ঘোষ(বুম্বা) সহ অন্যান্য কাউন্সিলররা। এলাকার কাউন্সিলর পার্থজিৎ ঘোষ(বুম্বা) জানান, এই শরৎ শিশু উদ্যান তৈরি করতে ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। কাজী নজরুল ইসলামের জন্মদিনে তা আমরা এলাকাবাসীকে উপহার দিলাম। অনুষ্ঠানে মেয়র বলেন, মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিয়মিত মাঠে আসার প্রয়োজন রয়েছে। বিশুদ্ধ অক্সিজেনের জন্য আরও গাছ লাগানোর প্রয়োজন আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই হাওড়া শহর থেকে মাঠ ছিনিয়ে নেওয়া হয়েছে। পুকুর ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা পুরবোর্ডের দায়িত্ব নেবার পর চেষ্টা করে আড়াইশোর বেশী পুকুরের সৌন্দর্য্যায়ণ করেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct