ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটল তিউনিসিয়ার উপকূলে। শুক্রবার তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি হওয়ায় কম করে ৭০ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। জানা গেছে এদের সবাই আফ্রিকার শরণার্থী।
তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি প্রসঙ্গে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইতিমধ্যেই ৫০ জনের প্রাণহানি ঘটেছে। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দুর্ঘটনায় ব্যাপক মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে।
এক বিবৃতিতে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই শরণার্থীদের উদ্ধারে একটি মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী। নৌবাহিনী অন্তত ১৬ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছে। ধারণা করা হচ্ছে, নৌকার যাত্রীরা সব সাব-সাহারা আফ্রিকা থেকে এসেছে। প্রতিবছর হাজার হাজার শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে এবং উপচে পড়া যাত্রীর কারণে নৌকাডুবির কবলে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct