ভারতে ধর্মীয় স্বাধীনতা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় ভারতে সংখ্যালঘুরা আক্রান্ত। এদিন মার্কিন রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, ভারত টায়ার ২ নেশনের অন্তর্গত। এর অর্থ হল ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন ও সহষ্ণুতা নিয়ে চিন্তার অবকাশ আছে। তারা আরও জানিয়েছে, গণহিংসা, গণহত্যার সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদিকে সেভাবে বক্তৃতা দিতে দেখা যায় না। এই নিয়ে তাঁর বক্তব্য খুবই বিরল। কিন্তু তাঁর দলের অন্যান্য নেতারা মাঝে মধ্যেই ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। এই সব ব্যক্তিদের পেছনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের মদত রয়েছে। মার্কিন রিপোর্টে আরো বলা হয়েছে, আক্রান্তদের সঙ্গে অপরাধ হয়, তার জন্য তাঁরা কখনও বিচার পান না। সংখ্যালঘুদের বিরুদ্ধ সংঘটিত অপরাধের কোনো শাস্তি নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct