যখন গাড়ি চালাছিলেন, কানে তখন মোবাইল ফোন ছিল। আর সে কারণে ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামকে গাড়ি চালানোর উপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ছ’মাস তিনি আর নিজের গাড়ি চালাতে পারবেন না। ২০১৮ সালের ২১ নভেম্বরে ধীর গতিতে গাড়িয়ে চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন বেকহ্যাম। লন্ডনের রাস্তায় তাঁর এমন ছবি ক্যামেরাবন্দি করেন একজন পথচারি। তার ভিত্তিতেই প্রাক্তন এই ম্যানইউ ও রিয়াল তারকার বিরুদ্ধে ব্রমলি ম্যাজিস্ট্রেট কোর্ট শাস্তি ঘোষণা করে । শুধু গাড়ি চালানোয় নিষেধাজ্ঞাই নয়, সুনানির খরচ বাবদ মোট ৯২৫ পাউন্ড জরিমানাও ধার্য করা হয়েছে তারকা ফুটবলারের কাছ থেকে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct