জঙ্গি গোষ্ঠী তালিবানের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পা হারান আট মাস বয়সী হয় আহমদ রহমান। সম্প্রতি কৃত্রিম পা সংযোজন করা হয়েছে আহমদ রহমানে। কৃত্রিম পা জোড়ার পর সে আনন্দে নাচছে, এমন একটা ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। পরে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিও ফুটেজটি ক্যামেরাবন্দি করেছেন ফিজিওথেরাপিস্ট মুল্কার রহিমী। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নতুন পা সংযোজনের পর হাস্যোজ্জ্বল একটি বাচ্চা ছেলে আনন্দে নাচছে। প্রথম ১২ ঘণ্টায় ভিডিওটি দেখেছে ১২ হাজারের বেশি মানুষ। প্রসঙ্গত, আফগানিস্তানের আইসিআরসি ক্লিনিকে প্রায় ১ লাখ ৭৮ হাজার বিকলাঙ্গ মানুষকে নিবন্ধিত করা হয়েছে। তাদের দুই-তৃতীয়াংশেরই ল্যান্ডমাইনস, শক্তিশালী বিস্ফোরক এবং অন্য যুদ্ধাস্ত্রের কারণে অঙ্গহানির শিকার হয়েছে।আফগান যুদ্ধে হাজারো লোকের অঙ্গহানি হয়েছে। আহমদ রহমান এদের মধ্যে একজন। আফগান যুদ্ধে তার বোনও আহত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct