পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায় আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক চাপান উতোরের তরজা অব্যাহত। বিজেপি এবার লোকসভা নির্বাচনে পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গকে। তাই বারবার মোদি নিশানা করছেন মমতাকে।বিজেপি কতটা সফল তা জানা যাবে ২৩ মে ঠিকই, কিন্তু বিজেপি যে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্চে তাতে সন্দেহ নেই। মোদি পশ্চিমবঙ্গে ১৯টি সভা করছেন। আর কোনও রাজ্যে এতগুলি সভা করেননি। তাই তিনি মমতাকে বিব্রত করতে নির্বাচনের সভাকেই বেছে নিয়েছেন। যেভাবে মমতা বলেছেন দেশের এক্সপায়ারি প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে বলেছেন, মোদি প্রধানমন্ত্রী হিসেবে অপদার্থ, তা বিশেষভাবে মনে দাগ কেটেছে মোদিকে। তাই বাঁকুড়ার কমলাডাঙায় নির্বাচনী সভায় বৃহস্পতিবার মোদি বলেছেন, মমতা দিদি প্রধানমন্ত্রী হিসেবে তাকে গ্রহণ করতে না পারলেও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গর্বভাবে করে গ্রহণ করছেন। এছাড়া, ভারতীয় সংবিধানকে কলুষিত করছেন বলেও মোদি অভিযোগ তুলেছেন মমতার বিরুদ্ধে।
মোদি এদিন বলেছেন, দিদি কীভাবে দেশের সংবিধানকে অমান্য করছেন তা মমতার ভাষণ দেখলেই বোঝা যাবে। মোদির অভিযোগ মমতা বাংলাকে ধ্বংস করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct