কনফেডারেশন্স কাপকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। ঘোষিত দলে ডাক পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনান্ডো। তবে ২৪ সদস্যের দলে জায়গা হয়নি রেনাতো সানচেসের।
পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস শুধু আসন্ন টুর্নামেন্টেকে সামনে রেখেই এই স্কোয়াড ঘোষণা করেননি। এর আগে সাইপ্রাসের সঙ্গে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল। একই সঙ্গে এই স্কোয়াড নিয়েই বিশ্বকাপ বাছাইয়ে লাতভিয়ার বিপক্ষে খেলবে তারা।
রোনান্ডো ছাড়াও অভিজ্ঞা তারকাদের মধ্যে রয়েছেন নানি, রিকার্দো কারেসমা, পেপে, হোয়াও মৌতিনিয়ো, ব্রুনো ও রুই প্যাত্রিসিও। এছাড়া বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রে গোমেস, ইন্টার তারকা হোয়া মারিও ও মোনাকো স্টার বারনারদো সিলভা রয়েছেন এই স্কোয়াডে।
কনফেডারেশন্স কাপ শুরু হবে আগামী ১৭ জুন। যার ফাইনাল শুরু হবে ২ জুলাই। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে পর্তুগাল। আয়োজক রাশিয়াসহ এই গ্রুপে আরও খেলবে মেক্সিকো ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে জার্মানি, ক্যামেরুন, চিলি ও অস্ট্রেলিয়া।
গোলকিপার: বেতো, হোসে সা, রুই প্যাত্রিসিও
ডিফেন্ডার: ব্রুনো আলভেস, সেদরিক, এলিসুই, হোসে ফন্তে, লুইস নেতো, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুয়েরেইরো
মিডফিল্ডার: আদ্রিয়ান সিলভা, আন্দ্রে গোমেস, দানিলো পেরেইরা, হোয়াও মারিও, হোয়াও মৌতিনিয়ো, পিৎজি, ও উইলিয়াম
ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, বারনারদো সিলভা, ক্রিস্তিয়ানো রোনান্ডো, গেলসন মার্টিনস, নানি ও রিকারদো কারেসমা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct