তৃণমূলের প্রার্থীরা কয়লা মাফিয়া প্রমাণ করতে পারলে সব প্রার্থী তুলে নেওয়া হবে। নরেন্দ্র মোদির অভিযোগের পরিপ্রেক্ষিতে বাঁকুড়ার জনসভায় বৃহস্পতিবার এ কথা বললেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মোদির চরম সমালোচনা করে মমতা বলেছেন তৃণমূল প্রার্থীদের নিয়ে মিথ্যা বলছেন মোদি। উনি যদি তৃণমূল প্রার্থীরা যে কয়লা মাফিয়া তা প্রমাণ করতে না পারেন তাহলে জনগণের সামনে একশো বার কান ধরে উঠবোস করতে হবে।
মমতার অভিযোগ করেন, মিথ্যা কথা বলা মোদির অভ্যাস। তার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। আগে ছিলেন হাফ প্যান্ট পরা আরএএসএস কর্মী। এবার প্রধানমন্ত্রী হয়েছেন ‘টাকা’ দিয়ে।
এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গে সাত দফা ভোট নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, মোদির সুবিধার জন্য দুসাম ধরে ভোট এ রাজ্যে। আর কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার প্রশ্ন গুজরাতে দাঙ্গা করার সময় কত ফোর্স পাঠিয়েছেন মোদি।মহারাষ্ট্রে, বিহারে সহ অন্য রাজ্যে কত ফোর্স পাঠিয়েছেন আর পশ্চিমবঙ্গে কত ফোর্স পাঠিয়েছেন।২৩ মে তাই বিজেপি বিদায় ঘণ্টা বেজে যাবে বলে তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct