পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা হিসেবে ভারতীয় বায়ুসেনাও গত ২৬ ফেব্রুয়ারি ১২টি মিরাজ যুদ্ধ বিমান নিয়ে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের বালাকোটে জৈশ-ই-মুহাম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে। সেই হামলায় ভারতের পক্ষে দাবি করা হয়েছিল জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ১০০০ কেজি বোমাবর্ষণ করে অন্তত ৩০০-র বেশি জঙ্গি খতম হয়েছে বলে দাবী করা হয়।তাতে নাকি জৈশ-ই-মুহাম্মদের প্রশিক্ষণ শিবির ‘মাদ্রাসা ভবন’ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর পর পাকিস্তান উঠেপড়ে লাগে ভারতের দাবিকে মিথ্যা প্রমাণ করতে। বিদেশি সাংবাদিকদের নিয়ে পরিদর্শন করে পাকিস্তান দাবি করে ভারতীয় হামলায় জৈশ-ই-মুহাম্মদের মাদ্রাসা ভবন অক্ষত থাকার পাশাপাশি সবাই প্রায় অক্ষত রয়েছে। শুধুমাত্র কিছু পাইন গাছের ক্ষতি হয়েছে। অবস্থায় রয়েছে। বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম হাই রেজ্যুলুশনের স্যাটেলাইট প্রকাশ করে। সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেডের গত ৪ মার্চ তোলা ছবি প্রকাশের পর ৬টি ভবন অক্ষত অবস্থায় আছে বলে জোর দাবি করে পাকিস্তান। কিন্তু পরবর্তীতে বিদেশি সাংবাদিকদের যেখানে পাকিস্তান প্রবেশ করতে না দেওয়ায় সন্দেহ করা হয় পাকিস্তান মৃত্যুর খবর গোপন করছে।
যদিও জঙ্গি মারা যাওয়ার ব্যাপারে পাকিস্তান বলে আসছে, কোনো কুয়াটি হয়নি। তবে ভারত বারবার নানা চিত্র তুলে ধরে দাবি করেছে ধ্বংস হয়েছে জঙ্গি শিবির। যদিও মৃত্যুর কোনো পরিসংখ্যান দেয়নি। তবে শাসক দল বিজেপির বহু শীর্ষ নেতা বলে আসছিলেন ৩০০ যান জঙ্গির মৃত্যূহয়েছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই দাবি তোলেন, জঙ্গিরা সত্যি মরেছে তার প্রমাণ দিক বিজেপি সরকার। সরকারি তরফে কোনো পরিসংখ্যান না দিয়ে উল্টে বরং সন্দেহ তোলায় মমতার সমালোচনা করে বিজেপি। ব্যাকফুটে যেতে বাধ্য হয় বিজেপি। এবার বিজেপি প্রাণ পেল এক ইতালীয় সাংবাদিকের তুলে ধরা তথ্যে। ইতালির সাংবাদিক ফ্রান্সিসকো মারিনো স্ট্রিনগার্সিয়া পত্রিকায় লিখেছেন, বালাকোট হামলায় কমপক্ষে ১৩০ থেকে ১৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। ওই সাংবাদিক আরো লেখেন, ভোর সাড়ে তিনটায় ভারত হামলা চালানোর পর পাক সেনারা সিনকিয়ারী ক্যাম্প থেকে সেখানে ঘন্টা খানেক পর ৬টা নাগাদ পৌঁছায়। তারপর আহতদের হারকত উল মুজাহিদিন ক্যাম্পে নিয়ে যায় তারা। তারপর পাক সেনা ডাক্তাররা আহতদের চিকিৎসা করেন।
ইতালি সংবাদিকের আরো দাবি, পাক সেনা শিবিরে চিকিৎসা চলাকালীন ২০জনের মৃত্যু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct