মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে কয়েক টুকরো হয়ে গেল। ঘটনাটি ঘটেছে বুধবার, ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। চিনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, খারাপ আবহাওয়ার জন্য বিমানটি জরুরি অবতরণ করছিল ইয়াঙ্গুন বিমানবন্দরে। বিমানটি রানওয়েতে আসার পর ছিটকে পড়ে তিন টুকরো হয়ে যায়। দুর্ঘটনার সময় ক্রু ছাড়াও ৩৩ জন যাত্রী বিমানে ছিলেন। আহত হয়েছেন বিমানটির চালক শামীম নজরুল। ১৯যান যাত্রীকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে নর্থ অক্কালপা জেনারেল হাসপাতালে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ-বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ফ্লাইটের পাইলটসহ চিকিৎসাধীন থাকলে কারো মৃত্যু হয়েছে কিনা জানা যায়নি। মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান বলেছেন, আহতদের জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সময় রাত ৯টায় দুর্ঘটনা ঘটার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।