মঙ্গলবার রাতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগটিতে একটু বেশিই বিবর্ণ ছিলেন মেসি। তার দল বার্সেলোনা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকার পরও তাই ছিটকে পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বার্সার শিরোপা স্বপ্ন গুড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে লিভারপুল। বার্সেলোনার এই অসহায় আত্মসমর্পনই বলে দিচ্ছে মাঠে মেসিদের অসহায়ত্বের কথা। তবে মেসির ব্যক্তিগত পরিসংখ্যা আরও ভয়াবহ। পুরো ৯০ মিনিটের মেসি সতীর্থদের সফল পাস দিয়েছেন মাত্র ৩৫টি! আরও ভয়াবহ তথ্য হলো, এই ৩৫ পাসের বিপরীতে তিনি বল ধরতে পারেননি ১৭ বার! মেসির দিনে তাঁর পা থেকে বল কেড়ে নেওয়া দুনিয়ার অন্যতম কঠিন কাজ। এই কাজ করতে গিয়ে বেশির ভাগ সময়ই কড়া ট্যাকল তথা ফাউলের আশ্রয় নিতে হয় প্রতিপক্ষের খেলোয়াড়দের। কিন্তু মেসি অ্যানফিল্ডে এতটাই অসহায় ছিলেন যে, লিভারপুল ডিফেন্ডারদের বেশি ফাউলও করতে হয়নি। অনায়াসেই মেসির পা থেকে বল কেড়ে নিতে সক্ষম হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct