অপরিচীত নাম্বার থেকে আসা কল নিয়ে আমরা সব সময় আতঙ্কে থাকি। সেটা যেমন ভালো খাবর বয়ে আনতে পারে, তেমন তার উল্টোটাও ঘটাতে পারে। যার ফলে অনেকে অপরিচিত নাম্বার থেকে আসা অপরিচীত ঝামেলা থেকে এড়িয়ে যেতে অনেক সময় সেই কল এড়িয়ে যান। কিন্তু তারই ফাঁকে অনেক সময় গুরুত্বপূণ কল ধরা হয় না। যদিও গ্রাহকের নাম্বার থেকে কল ধরার আগে তার পরিচয় জেনে নেওয়ার সুযোগ রয়েছে আপনার হাতে। এ সমস্যার সমাধানের জন্যই গুগল প্লে স্টোরে রয়েছে কিছু মোবাইল ট্রাকিং অ্যাপ। এছাড়াও রয়েছে কিছু ওয়েবসাইট। এই অ্যাপ এবং ওয়েবসাইটগুলো আপনার মোবাইলে আসা অজানা নাম্বারটি ট্র্যাক করে সেটি কার নাম্বার তা জানিয়ে দিতে পারে। যার মধ্যে তালিকার প্রথমে থাকবে 'ট্রুকলার।
১. ট্রুকলার -এই অ্যাপটি মোবাইল ট্রাকিং অ্যাপ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে। অ্যাপটি মোবাইলে ফোন আসার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে সেটি কার নাম্বার, যদি সেই নাম্বারটা আপনার ফোনে সেভ করা না থাকে। অ্যাপটি মোবাইল অথবা ওয়াইফাই নেটওয়ার্ক এর মাধ্যমে ট্র্যাক করে। তবে তার আগে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
২. হুসকল - ট্রুকলার এর বিকল্প অ্যাপের মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয়। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে পাওয়া যায়। এটির কার্যকারিতা ট্রুকলার এর মতোই। ২০১৯ সালে এই অ্যাপটি বাজারে আসে। এখনো পর্যন্ত প্রায় ৭০ মিলিয়ন ডাউনলোড হয়েছে। এই অ্যাপটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি ভুয়া কলকে ব্লক করে দিতে পারে।
৩. ফাইন্ড অ্যান্ড ট্রেস - এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট যে কোন নাম্বারের তথ্য বের করে দিতে পারে। শুধুমাত্র নাম্বার নয় অজানা গাড়ির নাম্বার, অজানা ল্যান্ডলাইনের নাম্বার, অজানা পিনকোড, এসটিডি ,আইএসডি কোড ইত্যাদিও খুঁজে বের করতে পারে। সাইটটিতে ঢুকে আপনার সেই মোবাইল নাম্বারটি প্রবেশ করিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি সেই মোবাইলের অনেক তথ্যই পেয়ে যাবেন। তবে এই ওয়েবসাইটটিতে আপনি কলারের নাম সব সময় খুঁজে নাও পেতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct