শ্বশুর বাড়ি থেকে অতিথি আসবেন। তাই বাবা-ছেলে মিলে বাজারে গিয়েছিলেন। ফেরার পথে তাদের দেখা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে। বাবা-ছেলে কী বাজার করেছে, তা দেখতে ব্যাগ তল্লাশি করে বিএসএফ। ব্যাগের ভিতরে গরুর মাংস আছে সন্দেহে জওয়ানরা তল্লাশি করে সত্যি সত্যি গরুর মাংস তারা পায়। আর তার পর ছেলে আনোয়ারুল ও বাবা গিয়াসউদ্দিনকে নিয়ে যাওয়া হয় বিএসএফ ক্যাম্পে। চলে ব্যাপক মারধর। পরে অবশ্য ছাড়া পান তারা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি হতে হয়েছে বাবা-ছেলেকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির গোয়ালপুকুরে। ঘটনায় দায়ী বিএসএফ জওয়ানরা হলেন ব্যাটেলিয়ন ১৭১ ক্যাম্পের সদস্য। মারধরে আহত বাবাৎ-ছেলে দুজনেই। পরে তারা স্থানীয় গোয়ালপুকুর থানায় ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেছেন।এ ঘটনায় শিলিগুড়ির এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct