দুবাই পুলিশ বিভাগে প্রথমবারের মতো একটি রোবট পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। শহরের শপিং মল এবং পর্যটন এলাকাগুলোতে টহল দেবে এই রোবট। এর মাধ্যমে মানুষজন কোনও অপরাধের তথ্য দিতে পারবেন। জরিমানা দিতে পারবেন এবং এর বুকে থাকা টাচস্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য জানতে পারবেন। রোবটের মাধ্যমে সংগৃহীত তথ্য ট্রাফিক পুলিশকেও দেওয়া হবে।
দুবাইয়ের কর্তৃপক্ষ বলছে, ২০৩০ সালের মধ্যে পুলিশ বাহিনীর ৩০ শতাংশ রোবটিক করার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের, তবে সেটা মানুষের বিকল্প নয়।
দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ আল রাজুকি। তিনি বলেন, এই যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের অফিসারদের প্রতিস্থাপন করবো না। তবে যেহেতু দুবাইতে মানুষের সংখ্যা বাড়ছে, আমরা চাই পুলিশ অফিসাররা যাতে একটি নিরাপদ শহর গঠনের জন্য মনোযোগ দিয়ে কাজ করতে পারেন।
ব্রিগেডিয়ার খালিদ আল রাজুকি বলেন, এই উপায় ব্যবহার করে তারা সার্বক্ষণিক মানুষকে সেবা দিতে পারবেন। একইসঙ্গে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে অপরাধ দমনেও এসব রোবট সহায়তা করতে পারবে।
পাল রোবটিক্সের তৈরি এই বিশেষ রোবট চলতি সপ্তাহে গালফ তথ্য ও নিরাপত্তা মেলায় উপস্থাপন করা হয়। বর্তামানে এটি শুধুমাত্র ইংরেজি এবং আরবিতে যোগাযোগ করতে পারে। তবে এতে রুশ, চাইনিজ, ফরাসি ও স্প্যানিশ ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ২০১৮ সালে আরও একটি রোবট দুবাই পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার কথা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct