সম্পূর্ণ নতুন লুকে গ্রাহকের কাছে হাজির হতে চলেছে ফেসবুক।ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগে জর্জরিত ফেসবুক এবার তাদের ডিজাইনে আমূল পরিবর্তন আনছে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এই ডিজাইন সামনে এনেছেন। নতুন ডিজাইনে কোম্পানির আইকনিক নীল রঙের বার বাদ দেওয়া হয়েছে।বৃত্তাকার ফেসবুকের লোগোটি রাখা হয়েছে বাম পাশে। এতে ফেসবুকে ফাঁকা জায়গার পরিমাণ বেড়েছে। এ ছাড়া নিউজ ফিড থেকে গুরুত্ব কমেছে নতুন ডিজাইনে। নতুন ডিজাইন যোগ হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক মেসেজিং অ্যাপও। এ ছাড়াও নতুন ডিজাইনে দেখা যাবে প্রতিষ্ঠানের অনলাইন মার্কেটপ্লেস, ভিডিও অন ডিমান্ড ওয়েবসাইট। সব ওয়েবসাইটেই ছবিসহ স্টোরিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়াও চেনা মানুষের সঙ্গে কথা বলার জন্য আসছে নতুন একটি ফিচার। থাকছে সিক্রেট ক্র্যাশসহ ফেসবুক ডেটিং টুল।