গ্রুপ লিগের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। দলের এহেন ব্যথতায় আঙুল উঠেছে রবিন উথাপ্পার ওপর।নাইটদের হারের জন্য উথাপ্পাকেই দায়ী করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবারই শেষ আইপিএল খেলে ফেললেন নাইট তারকা উথাপ্পা, এমন কথাও বলা হয়েছে। ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই কলকাতার পৌঁছে যেতো প্লে অফে। এমন অবস্থায় হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স ছিটকে দিল কলকাতাকে। ১০ ওভার ডট বল খেললেন দলের ব্যাটসম্যানরা। রবিন উথাপ্পা একাই খেললেন চার ওভার ডট বল। শুধু রবিবার নয়, মোক্ষম সময়ে উথাপ্পার ব্যাট ‘বোবা’ থেকে গেছে এবারের আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনেও উথাপ্পা মন্থর ব্যাটিং করে নাইট-ভক্তদের কাছ থেকে দুয়োধ্বনি শুনেছিলেন। আরসিবিরর ২১৪ রান তাড়া করতে নেমে উথাপ্পা করেছিলেন ২০ বলে মাত্র ৯ রান। এর পরে দু’টো ম্যাচে রিজার্ভ বেঞ্চেই বসতে হয়েছিল উথাপ্পাকে। ওয়াংখেড়েতেও উথাপ্পা ফ্লপ। তিনি কলকাতার রানের গতি বাড়াতে তো পারলেনই না, উল্টো দলের হারের প্রধান কারণ হয়ে দাঁড়ালেন। উথাপ্পার ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, শেষ আইপিএল খেলে ফেললেন রবিন উথাপ্পা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct