দীঘ তিন দশক আগে বসনিয়ার যুদ্ধের সময় বোমার আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল একটি বিখ্যাত মসজিদ। সেই মসজিদ নিমান করে এদিন তা আবারও নামাজের জন্য খুলে দেওয়া হল। আর সেখানে অংশ নেয় হাজার হাজার মানুষ। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের সময় বোমার আঘাতে ধ্বংস হয় মসজিদটি। জাতিগত বিরোধের জেরে বসনিয়ার সার্ব সেনাদের পরিকল্পনা অনুযায়ী ঐ যুদ্ধের শুরুতেই ফোকা অঞ্চলের আলাদজা মসজিদ ধ্বংস করা হয়।মসজিদটির পুনর্নির্মাণ প্রকল্প সম্পন্ন হতে বেশ কয়েকবছর সময় লেগেছে। তুরস্কসহ বিভিন্ন দেশ এর পুনর্নির্মাণ কাজের জন্য অর্থ সাহায্য করে। মসজিদটির আদি প্রস্তর-শৈলীর যেসব অংশ বিস্ফোরণের পর পরিত্যক্ত করে মাটি চাপা দেওয়া হয়েছিল, সেই অংশগুলোও আবার মাটির নিচ থেকে বের করে আনা হয়েছে। ফোকা'তে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার মুসলিম অংশগ্রহণ করেন। মসজিদটি ১৫৫০ সালের দিকে তৈরি করা হয়। বসনিয়ার যুদ্ধের সময় শুধু ফোকা শহরেই ১২টি মসজিদ ধ্বংস করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct