কম বাজাটে আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের স্মার্টফোন গ্যালাক্সি এ৫০ বাজারে নিয়ে এসেছে স্যামসাং। এই স্মার্টফোনে আছে ৪ জিবি রাম ও ৬৪ জিবি রম, যার ফলে মাল্টিটাস্কিং হয় কোনো ধরনের বাঁধা ছাড়াই। দেশের বাজারে ডিভাইসটির খুচরা মূল্য মাত্র ২৬ হাজার ৯৯০ টাকা। ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর এফ২.২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। গ্রুপে ছবি তুলতে গেলে কিংবা ল্যান্ডস্ক্যাপ ভিডিও ক্যাপচার করতে গেলে প্রশ্বস্ত জায়গা নেওয়ার ক্ষেত্রেই ঝামেলা বাঁধে। তখন কোনো না কোন অংশ বাদ পড়ে যায়। এ সমস্যা অনায়াসে দূর করে দেয় ডিভাইসটির ১২৩ ডিগ্রির আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়া এফ১.৭ অ্যাপারচারের ২৫ মেগাপিক্সেলের মূল লেন্স ছবিকে করে আরো বেশি প্রাণবন্ত।
এছাড়া এফ২.২ অ্যাপারচারের ৫ মেগাপিক্সেলের লাইভ ফোকাস দিয়ে পোর্ট্রেট ছবি তোলা যায় দুর্দান্ত। অন্যদিকে সেলফিপ্রেমিদের জন্য ফোনটি আরও চমৎকার। সামনে দেওয়া হয়েছে এ২.০ অ্যাপারচারের ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লের দিক দিয়ে বরাবরের মতো স্যামসাং অন্য সবার থেকে এগিয়ে থাকার চেষ্টা করে, আর এখানেও তার ব্যাতিক্রম ঘটেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct