উত্তরপ্রদেশে বিরোধী জোট এবং কংগ্রেসের ভোট কাটাকাটির অঙ্ক নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।বিষয়টি নিয়ে বিজেপি পুরোদস্তুর মাঠে নেমেছে। জবাব দিতে প্রিয়াঙ্কার পাশাপাশি মাঠে নেমেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। এদিন তিনি বলেছেন, 'বিজেপিকে সাহায্য করার আগে নিজে মরে যাবো।' ক'দিন আগে আমেথির এক জনসভায় প্রিয়াঙ্কা বলেন, 'উত্তরপ্রদেশে যে আসনে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী নেই, সেখানে বিরোধী জোটের (এসপি-বিএসপি) নয়, বিজেপিরই ভোট কাটবে কংগ্রেস।' তারপর থেকেই বিজেপি বলতে শুরু করেছে, 'গোপন সমঝোতা'টি আর গোপন রইল না। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কটাক্ষ করে বলেন, 'কংগ্রেস নিজেই কবুল করল, তারা জেতার জন্য নয়, শুধু বিজেপির একটু-আধটু ভোট কাটার জন্য লড়ছে।' এই আক্রমণের জবাব দিতে রাহুল উত্তরপ্রদেশের এক জনসভায় এসপি-বিএসপি জোটকে নিশানা করেন। এদিন প্রিয়াঙ্কার বক্তব্যের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, 'আমার বোনকে আমি বলেছি, আমাদের প্রাথমিক লক্ষ্য হলো বিজেপিকে হারানো। যেখানে আমরা জিততে পারব না, সেখানে জোটকে সমর্থন করা হোক।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct