ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তি কলাইবাড়ি গ্রামে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মালদার হব্বিপুরে ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলায়বাড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিএসএফের কয়েকজন জওয়ানদের আচরণের কারণে রাত আটটার পরে গ্রামের রাস্তা দিয়ে সাধারন মানুষ চলাচল করতে পারে না। এছাড়াও তারকাটার বেড়ার কাছাকাছি চাষবাস করতে দেওয়া হচ্ছে না। আহত গ্রামবাসীদের অভিযোগ, বিএসএফের কয়েকজন জওয়ান গ্রামের মহিলাদের মাঝেমধ্যে কটুক্তি করে। সন্ধ্যা নামতেই বিএসএফের কয়েকজন কর্মী নানাভাবে গ্রামবাসীদের হেনস্তা এবং হয়রানি করছে। এই ভাবে অত্যাচার সহ্য করতে হচ্ছিল গ্রামবাসীদের। আর তারই প্রতিবাদে এদিন সকালে গ্রামবাসিরা রাস্তায় গাছ ফেলে বিএসএফের গাড়ি আটকে প্রতিবাদ জানানো হয়। এরই মধ্যে দুই থেকে তিন জন বিএসএফ জওয়ান হঠাৎ করে লাঠি, বাঁশ নিয়ে আমাদের উপর হামলা চালায়। এই হামলার ফলে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বৃদ্ধও রয়েছেন। আহত ৪ জনের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম মলিন সরকার (৬৫), ভাসা সরকার (৭০), সঞ্জয় সরকার (৩৫) এবং আনন্দ সরকার (৪০)। পুরো বিষয়টি নিয়ে শতাধিক গ্রামবাসীরা গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ পত্র হবিবপুর থানা এবং ব্লক প্রশাসনের কাছে জমা দিয়েছেন। এর ফলে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিএসএফের কর্তারা কোনো মন্তব্য করতে চাইনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct