ফেসবুকের ডেটিং সেকশনে এবার যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘সিক্রেট ক্র্যাশ’।
সম্প্রতি ফেসবুকের এফ৮ কনফারেন্সে ফেসবুকের ডেটিং সেকশনে সিক্রেট ক্র্যাশ নামের নতুন ফিচার যোগ করার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে ফ্রেন্ড লিস্টের বাইরে অপরিচিতদের ব্লক করে যাবে। অপরিচিত ফেসবুক ব্যবহারকারী ও ফ্রেন্ডলিস্টধারীদের বন্ধুদেরকে সিক্রেট ক্র্যাশ তালিকায় যোগ করা যাবে। সর্বোচ্চ ৯ জনকে সিক্রেট ক্র্যাশ হিসেবে যোগ করা যাবে। কাউকে সিক্রেট ক্র্যাশ হওয়ার রিকয়েস্ট দিলে সে একটি নোটিফিকেশন দেখতে পারবে। যাতে লেখা থাকবে ‘এ ফ্রেন্ড অ্যাডেড ইউ এজ এ সিক্রেট ক্র্যাশ’।
প্রাপক যদি অনুমানের উপর ভিত্তি করে রিকোয়েস্ট প্রদানকারীর নাম সিলেক্ট করেন এবং তা মিলে যায় তবে পরিচয় প্রকাশ করা হবে প্রেরকের। সেক্ষেত্রে দুইজন মিলে চ্যাট করতে পারবেন ম্যাসেঞ্জারে। পছন্দ যদি একতরফা হয় তবে রিকয়েস্ট প্রেরকের নাম গোপনই থাকবে। ফেসবুক থেকেই ডেটিং সেকশনটি ব্যবহার করতে হয়। তাই আলাদাভাবে ডেটিং অ্যাপ আনার কোনো পরিকল্পনা ফেসবুকের না থাকায় এই নতুন ফিচার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দারুণ কাজে লাগবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct