অবতরণ করতে গিয়ে একটি যাত্রীবাহী বিমান সোজা নেমে পড়ল নদীতে। বোয়িং ৭৩৭ বিমানটিতে যাত্রী ছিলেন ১৩৬ জন। আশ্চর্য জনকভাবে তারা সবাই বেঁচে আছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার আমেরিকার ফ্লোরিডা শহরের জ্যাকসনভিলে। জ্যাকসনভিলের নৌবন্দরের মুখপাত্র জানিয়েছেন, ১৩৬ যাত্রীসহ বাণিজ্যিক বিমানটি জ্যাকসনভিলের কাছে সেন্ট জন নদীতে গিয়ে পড়ে।
গুয়ান্টানামো থেকে বিমানটি যখন অবতরণ করছিল তখন রানওয়ের শেষে থাকা নদীতে ঢুকে পড়ে বিমানটি। স্থানীয় সময় রাত ৯.৪০ মিনিটে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
জ্যাকসনভিলের মেয়র ট্যুইটারে জানিয়েছেন, সব যাত্রী বেঁচে আছেন এবং বিমানের ক্রু চেষ্টা চালাচ্ছেন বিমানটিকে কোনোভাবে ওড়ানো যায় কিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct