লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই বিজেপি বিরোধী জোটের তরফে বলা হচ্ছিল মোদি সরকারের বিদায় হবে। এবারের নির্বাচনী প্রচারে এ নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় প্রতিটি সভায় বলছেন, ২০১৯ মোদি ফিনিশ। আর দাবি করছেন কেন্দ্রে নতুন সরকারের চাবিকাঠি থাকবে বাংলা আর উত্তরপ্রদেশের হাতে। মমতার সঙ্গে এবার সহমত পোষণ করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, এবার কেন্দ্রে পতন হবে মোদি সরকারের। আর সরকার গড়বে বিজেপি বিরোধী মহাজোট। যদিও বিরোধীদের সরকার গড়া নিয়ে আগে কটাক্ষ করে হয়েছে বিজেপি ও নরেন্দ্র মোদির তরফ থেকে। মোদি বলেছিলেন, ওদের প্রধানমন্ত্রী কে হবেন সেটাই ঠিক করতে পারছে না, আর সরকার গর্বে? এই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভোটের পর আমরা ঠিক করব কে প্রধানমন্ত্রী হবেন, এখন লক্ষ্য বিজেপিকে হারানো।
এবার সেই প্রশ্ন উড়িয়ে দিয়ে তেলেগু দেশ পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, ২১ মে বিজেপি বিরোধী মহাজোট ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবেন জোটের পক্ষে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে
২৩ মে। তবে তার আগেই বিরোধী জোট তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা ঠিক করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
চন্দ্রবাবু জানিয়েছেন, আগামী ২১ মে বিরোধী জোটের বৈঠকে প্রধানমন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা জয়ের ব্যাপারে আশাবাদী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি নির্বাচনী প্রচার সভায় ঘোষণা করেছেন, দিল্লিতে বাংলার নেতৃত্বেই সরকার গঠিত হবে। কয়েকদিন আগেই বিরোধী জোটের প্রধানমন্ত্রী হিসেবে মমতা, মায়াবতী ও নাইডু- এই তিনজন নেতা-নেত্রীর নাম করেছেন শরদ পাওয়ার। তবে এ নিয়ে নরেন্দ্র মোদী বিরোধী বলেছেন, তারা প্রধানমন্ত্রী হওয়ার জন্য নতুন জামা নিয়ে বসে আছেন, আর ২৩ মের পরে সেই জামা ছিঁড়ে ফেলে ফের প্রধানমন্ত্রীর নতুন জামা পরবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct