কদিন আগে শ্রীলঙ্কায় জঙ্গী হামলার জেরে সেখানকার মুসলিম মহিলাদের জন্য বোরখা নিষিদ্ধ করে লঙ্কান প্রশাসন। নিরাপত্তার স্বার্থে শ্রীলঙ্কা প্রশাসন এই স্পর্শ কাতর সিদ্ধান্তটি নিয়েছে বলে জানিয়েছে। এরপরই শোনা যায় কেরালার শিক্ষা প্রতিষ্ঠানে বোরখা নিষিদ্ধ করার ফরমান জারি করে মুসলিম এডুকেশন সোসাইটি। বিষয়টি মাথায় রেখে শিবসেনা তাদের মুখপাত্র "সামনা" য় উল্লেখ করে, লঙ্কায় রাবণ রাজ্যে যদি বোরখা নিষিদ্ধ হয় তাহলে মোদির রাম রাজত্বে বোরখা নিষিদ্ধ হবে না কেন? এ বিষয়ে বলিউডের অন্যতম সেরা গীতিকার জাভেদ আখতার নিজের মতামত প্রকাশ করলেন। তিনি প্রশ্ন তুললেন, নিরাপত্তার কারণে যদি বোরখা নিষিদ্ধ করা হয়, তাহলে কেন ঘোমটা নিষিদ্ধ করা হবে না? জাভেদ আখতার জানান, বোরখা নিষিদ্ধ করার বিরুদ্ধে নন তিনি। নিরাপত্তার কারণে যদি মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ হয়, সে ক্ষেত্রে ঘোমটাও নিষিদ্ধ হোক। রাজ্যসভার সাংসদ জাভেদ আখতার বলেন, 'বোরখা ও ঘোমটা একসঙ্গে নিষিদ্ধ হলে আমি খুশি হব।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct