বিখ্যাত শিল্পপতি নেস ওয়াদিয়া ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার যৌথ মালিকানাধীন দল কিংস ইলেভেন পাঞ্জাবকে আগামী হয়তো আর দেখা যাবে না। বাস্তবে এমনটা ঘটলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলসের পর পাঞ্জাব তৃতীয় দল হবে যারা আইপিএলে নিষিদ্ধ হতে চলেছে। স্পট ফিক্সিং ও বেটিং কাণ্ডে জড়িয়ে আইপিএল থেকে দুই বছরের জন্য নির্বাসিত হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রায়্যালস। তবে দলের ক্রিকেটারদের দুর্নীতিতে যুক্ত থাকার জন্য নয় বরং টিম মালিকদের অপরাধের শাস্তি পেতে হয়েছিল । ক'দিন আগে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়াকে মাদক সঙ্গে রাখার অপরাধে গ্রেফতার করে দুই বছরের সাজা দিয়েছে জাপানের আদালত। আর তার এমন গর্হিত কাজের জন্য আইপিএলের সুনাম নষ্ট হয়েছে। যে কারণে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, পাঞ্জাবের ফ্রাঞ্চাইজি মালিকের কারণে বিসিসিআই ও আইপিএলের সুনাম নষ্ট হয়েছে। যে কারণে বোর্ডের কর্তাব্যক্তিরা পাঞ্জাবকে নির্বাসনে পাঠানোর চিন্তাভাবনা করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct