মাদ্রাজ হাইকোর্ট সর্বভারতীয় অভিন্ন মেডিক্যল প্রবেশিকা পরীক্ষা নিট-এর ফল বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি করল৷ বুধবার নিট বাতিলের এক অাবেদনের ভিত্তিতে মাদ্রাজ হাইকোর্ট বলেছে, ৭ জুনের অাগে নিটের ফল প্রকাশ বরা যাবে না৷ অার পরবর্তী শুনানি হবে ২৪ মে৷ সেদিন চূড়ান্ত রায় ঘোষণা হবে৷
উল্লেখ্য, এক নিট পরীক্ষার্থীর মা শক্তি মালারকোড়ি মাদ্রাজ হাইকোর্টে অার্জি জানিয়ে বলেছেন, সংবিধানের ১৪ ধারায় ছাত্রছাত্রীদের একই অধিকারের কথা বলা হয়েছে৷ অথচ" হিন্দি, ইংরেজি, তামিল ভাষায় একই প্রশ্ন রাখা হয়নি নিটে৷ তাই বৈসম্যের জন্য এবারের নিট পরীক্ষা বাতিল করা হোক৷
তার দাবি, ইংরেজিতে নিটের প্রশ্ন সহজ হলেও তামিল ভাসষায় প্রশ্ন ভিন্ন তো হয়েইছে এবং কঠিন হয়েছে৷ এমনকি ইংরেজি প্রশ্ন সিবিএসই সসিলেবাস অনুযায়ী অার তামিল ভাষায় প্রশ্ন রাজ্য বোর্ড অনুযায়ী হওয়ায় একই ধরনের প্রশ্ন করেনি পরীক্ষা ব্যবস্থাপক সংস্থা সিবিএসই৷ তাই তিনি অাদালতের কাছে অার্জি জানান, অবিলম্বে এবারের নিট পরীক্ষা বাতিল করে নতুন করে সব ভাষায়প্রশ্নের সাম্যতা বজায় রেখে নিট পরীক্ষা নেওয়া হোক৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct