জৈইশ ই মুহাম্মদকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করলেও আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেনি। এর কারণ ছিল চিনের আপত্তি। এবার চিন কোনো আপত্তি না করায় পাকিস্তান মদতপুষ্ট জৈইশ ই মুহাম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করল রাষ্ট্রসংঘ। এর আগেই ২০০৯, ২০১৬ এবং ২০১৭ সালে বারে বারে চীন নিরাপত্তা পরিষদের বৈঠকে মাসুদের ব্যাপারে ভেটো প্রয়োগ করেছিল। সম্প্রতি চিন মাসুদের ব্যাপারে টেকনিক্যাল আপত্তি তুলে নেওয়ায় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসীর তালিকায় আনা সম্ভব হল। এই নিষেধাজ্ঞার ফলে মাসুদের সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে, তার বিরুদ্ধে অস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা থাকবে এবং সে কোথাও ভ্রমণ করতে পারবে না।
এ বিষয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন ট্যুইট করে রাষ্ট্রসঙ্ঘের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, মাসুদ আজহারের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার ফসল এটি। তাই তিনি সকলকে ধন্যবাদও জানান।
উল্লেখ্য, মাসুদ আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার জন্য পশ্চিমী দেশগুলিও চাপ সৃষ্টি করেছিল। মার্চ মাসে আমেরিকা, বৃটেন এবং ফ্রান্স মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণার প্রস্তাব এনেছিল। তাতে আপত্তি জানিয়েছিল চিন। কিন্তু বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে চিন কোন আপত্তি না জানানোয় রাষ্ট্রসংঘ মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct