থাইল্যান্ডের রাজা মহা বজিরালংকর্ন আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসার কয়েকদিন আগে তার চতুর্থ বিয়ে করলেন। ২০১৬ সালে তার বাবার মৃত্যুর পর থেকে ৬৬ বছর বয়সী বাজিরালংকর্ন সাংবিধানিক রাজা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবার তার পাকাপাকিভাবে রাজার আসনে বসার পালা। সেই সময় বুধবার চতুর্থ বিয়ে করলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনীর উপপ্রধান সুথিদার তিদজাইযের সঙ্গে।
২০১৪ সালে থাই এয়ারওয়েজের প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট সুথিদা তিদজাইকে দেহরক্ষী বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ করেন রাজা। ২০১৬ সালে তাকে পূর্ণ জেনারেলের মর্যাদা দেয়া হয়। তবে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় নতুন স্ত্রীকে ‘রানী’ উপাধি দিয়েছেন রাজা।
তবে শনিবার হবে অভিষেক অনুষ্ঠান। ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মমতে এই অভিষেকের পরে তাকে নিয়ে ব্যাংকক শহরে বিরাট শোভাযাত্রা বেরোনোর কথাও রয়েছে।
উল্লেখ্য, এর আগে থাই রাজা তিনটি বিয়ে করেছেন। তবে সেসব স্ত্রীদের সঙ্গে আগেই বিচ্ছেদ হয়ে গেছে। রাজার আগের স্ত্রীদের গর্ভে সব মিলিয়ে সাত সন্তান রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct