সমকামী বিয়ের পক্ষে রায় দিল তাইওয়ানের সর্বোচ্চ আদালত। বুধবার সে দেশের আদালত সমকামী বিয়ের বিরুদ্ধে বর্তমান আইনকে সমঅধিকার লঙ্ঘন ও অসাংবিধানিক বলেছে। সেই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে দু বছরের মধ্যে যেন তাইওয়ানের সংসদ সমকামী বিয়ের বৈধতার জন্য অাইন করে৷
অাদালতের বক্তব্য, সমলিঙ্গের দুইজন মানুষের বিবাহে বাধা দেওয়ার কোনও যৌক্তিক ভিত্তি নেই। সমঅধিকার প্রশ্নে সমকামীদের সঙ্গে বিরূপ আচরণ করা তাদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন ছাড়া কিছু নয়৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct