বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এদিন অভিযোগ করেছেন, রাহুল গান্ধী ভারতীয় নন, তিনি আদপে বৃটিশ নাগরিক। এ ব্যাপারে তিনি বিশদ তদন্তের দাবিও জানিয়েছেন। এরপরেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাহুল গান্ধীকে তার নাগরিকত্ব নিয়ে নোটিশ ধরানো হয়েছে । রাহুলকে পাঠানো চিঠিতে তার নাগরিকত্ব নিয়ে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইংল্যান্ডে ২০০৩ সালে নিবন্ধিত ব্যাকপস লিমিটেড নামের একটি কোম্পানির ডিরেক্টর ও সেক্রেটারি হিসেবে আপনার নাম উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সেই কোম্পানির ২০০৫ ও ২০০৬ সালের বার্ষিক রিপোর্টে রাহুল গান্ধীর জন্ম তারিখ বলা হয়েছে ১৯ জুন, ১৯৭০ এবং সেখানে রাহুল নিজেকে বৃটিশ নাগরিক হিসেবে পরিচয় করিয়েছেন। এমনকি ২০০৯ সালে কোম্পানি গুটিয়ে নেওয়ার আবেদনেও রাহুল নাকি নিজেকে বৃটিশ নাগরিক বলেই উল্লেখ করেছেন। এই বিষয়টি মন্ত্রণালয়ের গোচরে আসার পরই এই চিঠি দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে।
\r\n
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct