সামনের মাসে শেষ দিকে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত হতে চলেছে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে এদিন ইএসপিএনক্রিকইনফো বিশ্বকাপ ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ বাছলো। যেখানে তারা বিশ্বকাপের সবকালের সেরা অধিনায়ক হিসেবে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর নায়ক ইমরান খানকে বেছে নিল। এখন পর্যন্ত অনুষ্ঠিত ১১টি বিশ্বকাপের সেরা ক্রিকেটাদের বাছাই করে দলটি তৈরি করা হয়েছে। সেই একাদশে উপমহাদেশ থেকে জায়গা পেয়েছেন পাঁচজন ক্রিকেটার। যার মধ্যে শচীন টেন্ডুলকার, ইমরান খান, ওয়াসিম আক্রম,কুমার সাঙ্গাকারা, মুথাইয়া মুরলীধরণ। উপমহাদেশের বাইরে অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন চারজন (অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, শের্ন ওয়ান ও গ্লেন ম্যাকগ্রা)।দক্ষিণ আফ্রিকা থেকে ল্যান্স ক্লুজনার ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দলে জায়গা পেয়েছেন ভিভ রিচাডসন। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তানের অধিনায়ক ইমরান খানকে নেতৃত্বে রেখে, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে। তিন, চার ও পাঁচে যথাক্রমে রিকি পন্টিং, ভিভ রিচার্ডস ও কুমার সাঙ্গাকারাকে। ব্যাটিং অর্ডারের ছয়ে অধিনায়ক ইমরান খানকে রাখা হয়েছে। সাতে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার ও আটে সর্বকালের সেরা বামহাতি পেসার ওয়াসিম আকরামকে রাখা হয়েছে। টেল এন্ডারে রয়েছেন তিন বিশেষজ্ঞ বোলার শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct