স্বার্থের সংঘাতের প্রশ্নে জড়িয়ে গেল ১৫জন ভারতীয় ক্রিকেটারের নাম। প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ১৫জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত ন্যায়পালের কমিটি। যা এথিক্স অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে কোন ১৫জন ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায় তা অবশ্য পরিষ্কার নয়। স্বার্থের সংঘাতের প্রশ্নে এর আগে একে একে অনেকের নাম জড়িয়ে গিয়েছে। সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ সহ আরও অনেক নাম রয়েছে। কেউ প্রাক্তন ক্রিকেটার, কেউ বর্তমান ক্রিকেটার, কেউ আবার সাম্মানিক পদে আছেন, কেউ বা আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে চাকরি করেন। প্রায় একদশক ধরে স্বার্থের সংঘাত নিয়ে তোলপাড় চলছে। এই ইস্যু যে রাজনৈতিক কারণেও ব্যবহার করা হচ্ছে, তাও বলছেন অনেকে। স্বার্থের সংঘাত শব্দটা অনেকেই তাদের ব্যক্তিগত প্রয়োজনেও ব্যবহার করছেন। ক্রিকেট রাজনীতির জন্য। ক'দিন আগে ন্যায়পাল কমিটি ডিকে জৈন সৌরভ, শচীন, লক্ষ্মণদের নোটিশ পাঠিয়েছেন স্বার্থের সংঘাত প্রসঙ্গে। কারণ হিসেবে বলা হয়েছিল, বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিতে থাকা সত্ত্বেও কী করে তারা আইপিএলের দলগুলোর সঙ্গে যুক্ত? স্বার্থের সংঘাত প্রশ্নের ব্যাপারটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে। যে কারণে ১৫ জন ক্রিকেটারের তালিকা এথিক্স অফিসারকে দেওয়া হয়েছে বলা হচ্ছে, তা নিয়ে খুব বেশি তৎপরতা দেখা যাচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct